শিরোনাম
ইউক্রেন থেকে দুঃসংবাদের জন্য আমাদের প্রস্তুত থাকা উচিত: ন্যাটো প্রধান
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ২১:২৯
ইউক্রেন থেকে দুঃসংবাদের জন্য আমাদের প্রস্তুত থাকা উচিত: ন্যাটো প্রধান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইউক্রেন থেকে দুঃসংবাদ পাওয়ার প্রস্তুতি নিতে বলেছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। শনিবার (২ ডিসেম্বর) জার্মান টিভি চ্যানেল এআরডিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি।


ন্যাটোপ্রধান বলেন, ইউক্রেন থেকে দুঃসংবাদের জন্যও আমাদের প্রস্তুত থাকা উচিত। ভবিষ্যতে ইউক্রেনের পরিস্থিতি আরও খারাপ হবে, এমন আশঙ্কা করছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধের গতি প্রকৃতি সবসময় পরিবর্তিত হয়। কিন্তু আমাদের সুসময় ও দুঃসময়—উভয় সময়ে ইউক্রেনকে সমর্থন করতে হবে।


গোলাবারুদ উৎপাদন বৃদ্ধি করা অত্যন্ত জরুরি উল্লেখ করে স্টলটেনবার্গ বলেন, ন্যাটোর সদস্য দেশগুলো বাড়তি চাহিদা মেটাতে পারছে না। ইউক্রেন এখন একটি সংটজনক পরিস্থিতিতে রয়েছে। তবে এই মুহূর্তে কিয়েভের কী করা উচিত, তা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।


স্টলটেনবার্গ বলেন, এই কঠিন অপারেশনাল সিদ্ধান্তের দায়িত্ব আমি ইউক্রেনীয় ও তাদের সামরিক কমান্ডারদের ওপর ছেড়ে দেব।


শনিবারের সাক্ষাৎকারে ইউরোপীয় অস্ত্র শিল্পের চ্যালেঞ্জের বিষয়েও মন্তব্য করেছেন ন্যাটোপ্রধান। তিনি বলেন, আমাদের একটি সমস্যা সমাধান করা উচিত। সেটি হলো ইউরোপীয় প্রতিরক্ষা শিল্পের বিভাজন।


বিবার্তা/লিমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com