শিরোনাম
এজিয়ান সাগরে কার্গো জাহাজ ডুবে ১ মৃত্যু, নিখোঁজ ১২
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ২০:০২
এজিয়ান সাগরে কার্গো জাহাজ ডুবে ১ মৃত্যু, নিখোঁজ ১২
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

গ্রিসের লেসবস দ্বীপের উপকূলে লবণবাহী একটি কার্গো জাহাজ ডুবে একজনের মৃত্যু হয়েছে এবং আরও ১২ জন নিখোঁজ রয়েছেন।


গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে, রবিবার সকালে এজিয়ান সাগরে ঝড়ের মধ্যে জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে ১৪ জন ক্রু ছিলেন।


কমোরোসের পতাকাবাহী ‘র‌্যাপ্টর’ নামের জাহাজটি মিশরের আলেকজান্দ্রিয়ার বন্দর এল দেকিলা বন্দর থেকে রওনা হয়ে তুরস্কের ইস্তাম্বুলে যাচ্ছিল। জাহাজটিতে ৬ হাজার টন লবণ ছিল।


রবিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে জাহাজটির ইঞ্জিনে গোলযোগ দেখা দেয়। সকাল ৮টা ২০ মিনিটের দিকে জাহাজটি থেকে বিপদ সংকেত পাঠানো হয়। এর কিছুক্ষণ পর লেসবস দ্বীপ থেকে ৮ কিলোমিটার দক্ষিণপশ্চিমে জাহাজটি ডুবে যায়।


গ্রিসের কোস্টগার্ডের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, বিকালে ওই এলাকা থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।


তিনি জানান, একজনকে মিশরীয় ক্রুকে হেলিকপ্টার যোগে উদ্ধার করে লেসবসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


র‌্যাপ্টরের ১৪ জন ক্রু-র মধ্যে ৮ জন মিশরীয়, ৪ জন ভারতীয় এবং ২ জন সিরীয় বলে গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে।


আটটি বাণিজ্যিক জাহাজ, দুইটি হেলিকপ্টার ও গ্রিসের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ জীবিতদের খোঁজে তল্লাশি ও উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন। সাগর উত্তাল হওয়ায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে বলেও জানিয়েছেন তিনি।


বিবার্তা/লিমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com