নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার ব্লাউজ
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ১৮:০১
নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার ব্লাউজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

১৯৮১ সালে ব্রিটিশ রাজপ্রাসাদ প্রিন্সেস ডায়ানার বাগ্‌দানের ঘোষণা দিয়ে তার একটি ছবি প্রকাশ করেছিল। সে ছবিতে ডায়ানাকে গোলাপি রঙের সিল্ক শিফনের যে ব্লাউজটি পরা দেখা গিয়েছিল, সেটি এবার নিলামে উঠতে যাচ্ছে।


বিখ্যাত ব্যক্তিদের ব্যবহৃত পোশাক ও অন্য জিনিস নিয়ে আয়োজিত হতে যাওয়া একটি নিলামে ব্লাউজটি বিক্রির জন্য তোলা হবে।


ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারির তথ্য অনুযায়ী, ব্রিটিশ রাজপরিবারের ফটোগ্রাফার লর্ড স্নোডন ছবিটি তুলেছিলেন। ওই ছবিতে ডায়ানার পরনে ছিল কুঁচি দেওয়া কলারযুক্ত গোলাপি রঙের ক্রেপ কাপড়ের একটি ব্লাউজ। ব্লাউজটির ডিজাইন করেছিলেন ডেভিড ও এলিজাবেথ এমানুয়েল।


জুলিয়েনস অকশনস অ্যান্ড টার্নার ক্ল্যাসিক মুভিজ (টিসিএম) চার দিনের এ নিলামের আয়োজন করেছে। সেখানে ডায়ানার পরা আরও একটি পোশাকও বিক্রির জন্য তোলা হবে।


জুলিয়ান নিলামের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, এটির মূল্য দুই লাখ ডলার পর্যন্ত উঠতে পারে। ব্লাউজটি প্রিন্সের ডায়ানার পরা প্রথম কোনো উচ্চমানের কাস্টম তৈরি পোশাক।


২০১৯ সালে লন্ডনে কেনসিংটন প্রাসাদে ‘ডায়ানা: হার ফ্যাশন স্টোরি’ শীর্ষক এক প্রদর্শনীতেও ব্লাউজটি রাখা হয়।


আগামী ১৪ থেকে ১৭ ডিসেম্বর বেভারলি হিলসে এবং অনলাইনে ‘জুলিয়েনস অকশনস অ্যান্ড টিসিএম প্রেজেন্ট: হলিউড লেজেন্ডস’ নিলাম অনুষ্ঠিত হবে। সেখানে ডায়ানার পরা আরও একটি পোশাকসহ বিভিন্ন হলিউড তারকাদের পরা পোশাকও ওই নিলামে তোলা হবে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com