যুক্তরাষ্ট্রে গুলিবিদ্ধ ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ১০:২৭
যুক্তরাষ্ট্রে গুলিবিদ্ধ ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যে ভারতীয় এক শিক্ষার্থীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে তিনি সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডির শিক্ষার্থী ছিলেন। গত ৯ নভেম্বর তাকে গাড়ির ভেতর থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।


শুক্রবার (২৪ নভেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হ্যামিলটন কাউন্টি করোনার অফিসের তথ্যমতে, আদিত্য আদলাখা এই মাসের শুরুতে ইউসি মেডিকেল সেন্টারে মারা যান। ভারতীয় ওই শিক্ষার্থী ইউনিভার্সিটি অব সিনসিনাটি মেডিকেল স্কুলে আণবিক এবং উন্নয়নমূলক জীববিজ্ঞান প্রোগ্রামে চতুর্থ বর্ষের ডক্টরেট শিক্ষার্থী ছিলেন।


সিনসিনাটি পুলিশের লেফটেন্যান্ট জোনাথন কানিংহাম জনান, গাড়ির পাশ দিয়ে যাওয়া চালকরা ‘৯১১’ নম্বরে কল করে জানান একটি গাড়ির জানালায় বুলেটের ছিদ্র রয়েছে। যার মধ্যে রয়েছেন গুলিবিদ্ধ একজন। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে আদিত্য আদলাখাকে ইউসি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় থাকার দুই দিন পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।


স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গুলি চালানোর ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।


ওদিকে সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ডিন (কলেজ অব মেডিসিন) ডা. অ্যান্ড্রু ফিলাক বলেন, আজ আপনি হয়তো তার আকস্মিক, মর্মান্তিক মৃত্যুর খবর দেখেছেন। যারা তাকে চিনতেন, সহপাঠীরা এবং অন্য যারা আদিত্যের সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়নি, তারা যে কী বোধ করছেন তা খুবই অপ্রাত্যাশিত।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com