অস্ট্রেলিয়ার দুই শহরে ইঁদুরের উপদ্রব
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ২০:৩৫
অস্ট্রেলিয়ার দুই শহরে ইঁদুরের উপদ্রব
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে কুইন্সল্যান্ড সমুদ্র সৈকতে হাজার হাজার মৃত ও জীবিত ইঁদুর ভেসে উঠেছে। কুইন্সল্যান্ড ছাড়াও কয়েক সপ্তাহ ধরে পাশের কারুম্বা শহরেও ইঁদুর ব্যাপকভাবে বেড়েছে। এ নিয়ে আতঙ্কে রয়েছেন শহর দুটির মানুষজন। কুইন্সল্যান্ড রাজ্যটি কয়েকমাস ধরে ইঁদুরের আধিক্য নিয়ে বেশ বিপদে রয়েছে।


অস্ট্রেলীয় সংবাদমাধ্যম জানায়, কুইন্সল্যান্ড ও কারুম্বা দুটিই পর্যটন নির্ভর শহর। এভাবে ইঁদুর বাড়তে থাকলে পর্যটনে বিরূপ প্রভাব ফেলবে। তাছাড়া কারুম্বা মাছ ধরা এবং পাখি দেখার স্বর্গ হিসেবে পরিচিত। ইঁদুরের উপদ্রবের কারণে অনেক পর্যটক শহর দুটি এড়িয়ে চলছেন।


স্থানীয়দের তথ্যমতে, ইঁদুরের সংখ্যা বেড়ে গেছে এবং তারা খাবারের সন্ধানে উপকূলের দিকে আসছে। কুইন্সল্যান্ডে এখন আর্দ্র আবহাওয়া বিরাজ করছে। ইঁদুরের সংখ্যা বৃদ্ধি ও প্রজননের জন্য আর্দ্র আবহাওয়া আদর্শ।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com