গাজার জাবালিয়াকে ঘিরে ফেলার দাবি ইসরায়েলের
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ১৯:১০
গাজার জাবালিয়াকে ঘিরে ফেলার দাবি ইসরায়েলের
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরায়েলি সেনাবাহিনীর ১৬২তম ডিভিশনের সেনারা গাজার উত্তরাঞ্চলের জাবালিয়াকে ঘিরে ফেলেছে বলে দাবি করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এবার জাবালিয়ায় হামলা জোরদার করা হবে।


জাবালিয়ায় গাজা উপত্যকার অন্যতম বড় শরণার্থী ক্যাম্পটি অবস্থিত। ঘনবসতিপূর্ণ এ অঞ্চলে কীছুদিন ধরেই তীব্র হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। জানা গেছে, ২১৫তম কামান রেজিমেন্ট এবং বিমানবাহিনী জাবালিয়ায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে।


২১ নভেম্বর, মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, জাবালিয়ার উপকণ্ঠে হামাসের যোদ্ধাদের সঙ্গে তাদের সেনাদের তীব্র লড়াই হয়েছে। ওই সময় বিমানবাহিনীর সহায়তায় একটি রকেট লঞ্চার শনাক্ত ও ধ্বংস করা হয়।


এদিকে জাবালিয়ার উত্তর দিকে ৫৫১তম রিজার্ভ ব্রিগেড অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তারা জাবালিয়ায় প্রবেশের পথ তৈরি করছে। আর এই পথ তৈরির সময় হামাসের যোদ্ধাদের সঙ্গে তাদের লড়াই হয়। ওই সময় হামাসের বেশ কয়েকজন সদস্যকে হত্যা, অস্ত্র জব্দ ও সুড়ঙ্গ ধ্বংস করা হয় বলে দাবি করেছে তারা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com