
বিড়াল পোষায় এক অপরাধীর পাঁচ বছরের কারাদণ্ড মওকুফ করেছে রাশিয়ার একটি আদালত।
রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, দেশটির সাইবেরিয়ার আদালতের এমন রায় ইতিহাসে নজিরবিহীন। যদিও রাশিয়ার ক্রিমিনাল ল’তে বিড়ালের মালিক হওয়ায় সাজা মওকুফের কোন কথা উল্লেখ নেই। শুধুমাত্র অপরাধীর সন্তানের দেখাশুনা করার মতো কেউ না থাকলেই এমন সুযোগ দেওয়া হয়।
প্রতিবেদনে আরো বলা হয়, ৪৮ বছর বয়স্ক ওই ব্যক্তিকে নেশাগ্রস্ত অবস্থায় গুন্ডামি ও অবৈধ অস্ত্র রাখার দায়ে পুলিশ গ্রেফতার করে। দু’টি মামলায় অভিযোগ দায়ের করে অপরাধীকে আদালতে সোপার্দ করা হয়। অবৈধ অস্ত্র রয়েছে বলে প্রমাণ পায় আদালত। অপরাধী তার দোষ স্বীকার করে নেন।
আসামিকে দুই মামলায় মোট পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। তবে অপরাধীর সততা ও মানবিক গুণাবলির প্রেক্ষিতে তার সাজা মওকুফ করা হয়।
কারাদণ্ড মওকুফের জন্য আদালত যে কারণগুলো উল্লেখ করেন তা হচ্ছে , অপরাধীর বিড়াল পালন, অপরাধ তদন্তে কর্তৃপক্ষকে সহায়তা করা এবং অপরাধীর শারীরিক অবস্থা ভালো না থাকা।
বিবার্তা/মাসুদ/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]