শিরোনাম
আমেরিকার সাবেক ফার্স্ট লেডি রোসালিন কার্টারের মৃত্যু
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ২২:১৩
আমেরিকার সাবেক ফার্স্ট লেডি রোসালিন কার্টারের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আমেরিকার সাবেক ফার্স্ট লেডি রোসালিন কার্টার মৃত্যু বরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের স্ত্রী।


স্থানীয় সময় ১৯ নভেম্বর, রবিবার সকালে জর্জিয়ার প্লেইন্সে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এক বিবৃতিতে তার পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন।


যুক্তরাষ্ট্রের ইতিহাসে হোয়াইট হাউস ছাড়ার পর সবচেয়ে দীর্ঘজীবী সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। ক্যান্সারে আক্রান্ত জিমি গত ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যসেবাকেন্দ্রে আছেন। গত শুক্রবার নিজ স্বামীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রোসালিন। কিন্তু রবিবার তিনি নিজেই পৃথিবীর মায়া ত্যাগ করেন।


রোসালিন ডিমেনশিয়া রোগে (স্মৃতিভ্রংশ) ভুগছিলেন। গত মে মাসে পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।


১৯২৭ সালের ১৮ আগস্ট রোসালিনের জন্ম। তার পুরো নাম এলেইনর রোসালিন স্মিথ। ১৯৪৬ সালের ৭ জুলাই জিমি কার্টারকে বিয়ে করে রোসালিন কার্টার নাম নেন তিনি। তাদের সংসারে ৪ সন্তান, ১১ নাতি-নাতনি এবং ১৪ জন প্রপৌত্র ও প্রপৌত্রী রয়েছে। ২০১৫ সালে তাদের এক নাতির মৃত্যু হয়েছে।


ডেমোক্র্যাট নেতা জিমি কার্টার ছিলেন যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট। ১৯৭৭ সালের জানুয়ারি থেকে ১৯৮১ সালের জানুয়ারি পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। তখন স্বামীর সঙ্গে হোয়াইট হাউসে বাস করতেন রোসালিন।


মানবিক কার্যক্রম পরিচালনার জন্য জিমি-রোসালিন দম্পতির খ্যাতি রয়েছে। এ জন্য তারা একসঙ্গে কার্টার সেন্টার নামে একটি দাতব্য প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।


বিবার্তা/মাসুদ/এমজে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com