শিরোনাম
মনিপুরে অস্থিতিশীলতার জন্য বাংলাদেশকে দুষলেন মুখ্যমন্ত্রী
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০১:০৩
মনিপুরে অস্থিতিশীলতার জন্য বাংলাদেশকে দুষলেন মুখ্যমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

নিয়ন্ত্রণহীন অস্থিতিশীল পরিস্থিতির জন্য এবার বাংলাদেশের সন্ত্রাসীদের দুষলেন ভারতের মনিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং।


এদিকে, দুই শিক্ষার্থী হত্যার আলোচিত ঘটনায় মূল হোতাসহ ৬ জনকে আটক করে রাজ্যের বাইরে নিয়ে গেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা-সিবিআই। কুকি ও মেইতি জনগোষ্ঠীর পাল্টাপাল্টি সহিংসতায় ৩ মে থেকে উত্তাল ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যটি। ১৫০ ছাড়িয়েছে নিহতের সংখ্যা। বাস্তুচ্যুত ৬০ হাজারের বেশি।


এমন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের দাবি, অস্থিতিশীলতা না থামার পেছনে বাংলাদেশ ও মিয়ানমারের সন্ত্রাসীদের হাত আছে। সামাজিক মাধ্যম 'এক্স' স্ট্যাটাসে তিনি বলেন, প্রতিবেশি এই দুই দেশের সন্ত্রাসী গোষ্ঠী পরিস্থিতির অবনতিতে উসকানি দিচ্ছে।


এদিকে, মেইতি ছাত্র ও ছাত্রী হত্যার ঘটনায় পুলিশ ও আধাসামরিক বাহিনীর সাঁড়াশি অভিযানে রাজ্যটির পার্বত্য অঞ্চল থেকে ছয়জনকে আটক করে তাদেরকে দ্রুত আসামের গোহাটি নেওয়া হয়।


সূত্র: ইটিভি ভারত ডট কম


বিবার্তা/লিমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com