প্রথমবারের মতো সৌদি আরব সফর গেছেন ইসরায়েলের পর্যটনমন্ত্রী হাইম কাটজ। সৌদি আরবের ইতিহাসে এটিই প্রথম ইসরায়েলি কোনো মন্ত্রীর সরকারি সফর। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল-সৌদি সম্পর্ক স্বাভাবিকীকরণ গুঞ্জনের মধ্যেই দুদিনের সরকারি সফরে রিয়াদ এসেছেন তিনি। মূলত জাতিসংঘের একটি সম্মেলনে যোগ দিতে সৌদি আরব ইসরায়েলের পর্যটনমন্ত্রীর এই সৌদি সফর।
এমন এক সময় হাইম কাটজ সৌদি সফর করছেন যখন সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বলেছেন আমরা শান্তি চুক্তির দ্বারপ্রান্তে রয়েছি।
জাতিসংঘের পর্যটন সংস্থার এই সম্মেলনে একটি ইসরায়েলি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কাটজ।
এক বিবৃতিতে কাটজ বলেছেন, পর্যটন হলো জাতিগুলোর মধ্যে একটি সেতু। পর্যটনের ক্ষেত্রে সহযোগিতা হৃদয়কে একত্রিত ও অর্থনৈতিক অগ্রগতি করতে পারে। আমি ইসরায়েলের পর্যটন ও বৈদেশিক সম্পর্ককে এগিয়ে নিতে কাজ করবো।
এর আগে জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভাষণে তিনি সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন।
ইসারায়েলের প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দ্বারপ্রান্তে আছি আমরা। এক্ষেত্রে মধ্যস্থতার ভূমিকায় রয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হলে নতুন মধ্যপ্রাচ্য তৈরি হবে।
বিবার্তা/পুলক/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]