ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী গতকাল শনিবার দেশটির জয়পুর সফরে যান। পুরোদিন ধরে জয়পুরে অবস্থান করেন তিনি। সেখানে মহিলা কলেজের এক শিক্ষার্থীর স্কুটারে করে ঘুরেছেন তিনি। ইতিমধ্যে এ ঘটনার ভিডিও দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে জানা যায়, জয়পুরের মহারানি কলেজের ছাত্রীর পেছনে চেপে বাইকে করে বেশ কিছুক্ষণ ঘুরে বেরিয়েছিলেন রাহুল।
ভিডিওতে দেখা যায়, রাহুল গান্ধী একজন কলেজছাত্রীর বাইকে পিলিয়ন রাইডার হয়েছেন। সাদা কুর্তি পরে থাকা সেই তরুণীর পেছনে সাদা টিশার্ট পরে বসে আছেন রাহুল গান্ধী। দু'জনের মাথাতেই আছে হেলমেট। তাদের আশেপাশে আরও অনেকেই স্কুটার ও বাইক চালাচ্ছিলেন। রাহুলের নিরাপত্তারক্ষীরাও আশেপাশেই ছিলেন। সেই কলেজের অন্যান্য আরও অনেক শিক্ষার্থীও সেখানে ভিড় করে ছিলেন।
জানা যায়, রাহুল যে তরুণীর বাইকে চড়েছিলেন, তার নাম মীমাংসা উপাধ্যায়। রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করে নিজেই সেই ছাত্রীর নাম প্রকাশ করেন। কংগ্রেস সংসদ সদস্য পোস্টে, মীমাংসা উপাধ্যায়ের মতো নারীদের হাত শক্ত করা উচিত। কারণ তারাই দেশের ভবিষ্যৎ।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]