নোবেল পুরস্কারের অর্থের পরিমাণ বাড়িয়েছে নোবেল ফাউন্ডেশন
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:০৬
নোবেল পুরস্কারের অর্থের পরিমাণ বাড়িয়েছে নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

চলতি বছরের নোবেল পুরষ্কার বিজয়ীরা অতিরিক্ত ১০ লাখ সুইডিশ ক্রোনার পাচ্ছেন। সেই হিসাবে নোবেল পুরস্কারের মোট অর্থমূল্য দাঁড়াচ্ছে এক কোটি ১০ লাখ ক্রোনার ( ৯ লাখ ৮৬ হাজার মার্কিন ডলার)। ১৫ সেপ্টেম্বর, শুক্রবার নোবেল ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে।


সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার নোবেল পুরস্কারের অর্থ সমন্বয় করা হয়েছে। পুরস্কার প্রদানকারীরা জানিয়েছেন, ফাউন্ডেশনের শক্তিশালী আর্থিক অবস্থানকে প্রতিফলিত করার জন্য চলতি বছর অর্থমূল্য বাড়ানো হয়েছে।


গত এক দশকে ইউরোর বিপরীতে প্রায় ৩০ শতাংশ দরপতন হয়েছে সুইডিশ ক্রোনার। এর ফলে, পুরস্কারের অর্থমূল্য বাড়ালেই সুইডেনের বাইরে বসবাসকারী নোবেল বিজয়ীরা যে খুব বেশি ধনী হয়ে উঠবেন, তা বলা যাবে না।


২০১২ সালে নোবেল পুরস্কারের অর্থ এক কোটি থেকে কমিয়ে ৮০ লাখ করা হয়েছিল। কারণ ওই সময় ফাউন্ডেশন তার নিজের অর্থায়নের দিকে নজর দিয়েছিল। পুরস্কারের পরিমাণ ২০১৭ সালে ৯০ লাখ এবং ২০২০ সালে এক কোটিতে উন্নীত করা হয়।


আগামী ২ অক্টোবর চিকিৎসায় নোবেল পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে সারা বিশ্বের ছয়জন পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা শুরু হবে। এর পরের দিনগুলিতে পদার্থবিদ্যা, অর্থনীতি, রসায়ন, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হবে।


বিবার্তা/পুলক/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com