চীনে জাপানি দূতাবাসে ইট ছোঁড়ার বিষয়টি নিশ্চিত করেছে টোকিও
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ১৬:৪৩
চীনে জাপানি দূতাবাসে ইট ছোঁড়ার বিষয়টি নিশ্চিত করেছে টোকিও
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের পানি সাগরে ছাড়ার প্রতিবাদে চীনে জাপানি দূতাবাসে পাথর নিক্ষেপ করেছে বিক্ষোভকারীরা। ঘটনার পর সোমবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বেইজিংকে সতর্ক করেছিল।


এদিকে ফুকুশিমা পরমাণু কেন্দ্রের পানি সাগরে ছাড়ার পর থেকে চীনে জাপানীদের নানা হয়রানির মুখে পড়তে হচ্ছে।


জাপান ২৯ আগস্ট, মঙ্গলবার একে অত্যন্ত দু:খজনক হিসেবে বর্ণনা করেছে। একইসঙ্গে বেইজিংয়ে তাদের দূতাবাসে ইট ছুঁড়ে মারার বিষয়টিও নিশ্চিত করেছে।


গত সপ্তাহে টোকিও এবং জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থা নিরাপদ বলে অনুমোদন দেওয়ার পর ফুকুশিমা পরমাণু কেন্দ্রের পানি সাগরে ছাড়া শুরু করে জাপান। এই ঘটনায় জাপানিদের পাশাপাশি কোরিয়া এবং চীনেও বিক্ষোভ করে বাসিন্দারা। এমনকি জাপানের সামুদ্রিক খাবার আমদানির ওপর নিষেধাজ্ঞাও আরোপ করে চীন।


এ প্রেক্ষাপটে জাপান, চীনে তার কূটনৈতিক মিশন ও স্কুলগুলোতে নিরাপত্তা জোরদার করেছে। এছাড়া টোকিও চীনে বসবাসরত তার কয়েক হাজার নাগরিককে চুপচাপ থাকতে এবং জনসমক্ষে উচ্চস্বরে জাপানি ভাষায় কথা না বলতে অনুরোধ করেছে।


এদিকে সংবাদ মাধ্যমে বেইজিংয়ে জাপানী দূতাবাসে ইট ছুঁড়ে মারার যেসব খবর প্রকাশিত হয়েছে জাপানের পররাষ্ট্র মন্ত্রী ইয়োশিমাসা হায়াশি মঙ্গলবার তা নিশ্চিত করে বলেছেন, এটি খুবই দু:খজনক ও উদ্বেগজনক।


তিনি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে কন্ঠ মিলিয়ে পরিস্থিতি শান্ত করার পদক্ষেপ নিতে চীনা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি আরো বলেছেন, চীনের উচিত জনগণের কাছে সঠিক তথ্য সরবরাহ করা।


বেইজিংয়ে জাপানী দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন, দূতাবাসের স্টাফরা খুবই উদ্বিগ্ন।


এদিকে পাথর ছোঁড়ার ব্যাপারে বেইজিং কি ব্যবস্থা নেবে এ প্রশ্নের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সোমবার বলেছেন, আইন অনুযায়ীই চীন সর্বদা বিদেশী নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তা দিয়ে থাকে।


নিয়মিত ব্রিফিংয়ে ওয়াং আরো বলেন, আমরা জাপানকে সকলের উদ্বেগ মোকাবেলা করার দৃঢ় আহ্বান জানাচ্ছি। আমরা অবিলম্বে পরমাণু কেন্দ্রের দূষিত পানি সাগরে ফেলা বন্ধ এবং এ বিষয়ে প্রতিবেশী ও অন্যান্য অংশীদারের সাথে পরিপূর্ণ আলোচনা এবং দূষিত পানি আন্তরিক ও দায়িত্বশীলতার সাথে ছাড়ার আহ্বান জানাচ্ছি।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com