সুইডেনকে দ্রুত ন্যাটোর সদস্য হওয়া উচিত: হোয়াইট হাউস
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ১৫:৫০
সুইডেনকে দ্রুত ন্যাটোর সদস্য হওয়া উচিত: হোয়াইট হাউস
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে, সুইডেনকে যত তাড়াতাড়ি সম্ভব দেরি না করে ন্যাটোর সদস্য হওয়া উচিত।


১৪ জুন, বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়ের প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।


হোয়াইট হাউসের মুখপাত্র জানান, প্রেসিডেন্ট জো বাইডেন এই বিষয়ে খুব স্পষ্ট করেই নিজের অবস্থান ব্যক্ত করা অব্যাহত রেখেছেন।


কারিন জিন-পিয়ের বলেছেন, আমরা তুরস্কের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ চালিয়ে যাচ্ছি। কিন্তু কখন এটি ঘটবে আপাতত সে বিষয়ে বলার মতো কিছুই আমার কাছে নেই। তবে আমি আশা করছি, আগামী মাসে লিথুয়ানিয়ার ভিলনিয়াসে অনুষ্ঠেয় ন্যাটো শীর্ষ সম্মেলনের আগেই সামরিক এই জোটের সদস্য হওয়ার সবুজ সংকেত পেতে পারে সুইডেন।


এর আগে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সুইডেনকে ন্যাটো শীর্ষ সম্মেলন থেকে বেশি কিছু আশা না করার জন্য পরামর্শ দিয়েছেন। তুর্কি রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাস এবং আজারবাইজান সফর থেকে ফেরার সময় সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেছেন।


এরদোয়ান বুধবার বলেছেন, সন্ত্রাসবাদ সম্পর্কে তুরস্কের উদ্বেগকে আমলে নিয়ে সুইডেনের আরো কিছু করা উচিত।


এরদোয়ান সুইডেনে পিকেকের কার্যক্রম ঠেকানোর আহ্বান জানান। প্রসঙ্গত, কুর্দি সংগঠন পিকেকে’কে তুরস্ক সন্ত্রাসী সংগঠন বলে মনে করে থাকে। তবে কেবল তুরস্কই নয় ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রও কুর্দি এই সংগঠনটিকে সন্ত্রাসীর তালিকায় রেখেছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com