ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি শিশু নিহত
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১৫:২৪
ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি শিশু নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে আহত ফিলিস্তিনের তিন বছর বয়সী শিশুটি মারা গেছে। আহত হওয়ার চারদিন পর মোহাম্মেদ তামিমি নামে শিশুটির মৃত্যু হয়। চলতি বছর সহিংসতায় নিহত হওয়া ফিলিস্তিনের সবচেয়ে কম বয়সী শিশু তামিমি।


অধিকৃত পশ্চিম তীরের নাবি সালেহ এলাকায় নিজেদের বাড়ি থেকে বের হওয়ার সময় তামিমি ও তার বাবা গুলিবিদ্ধ হয়। ইসরাইলি সেনাবাহিনী বলছে, ওই এলাকার খুব নিকটবর্তী ইহুদি বসতিতে দুই বন্দুকধারীকে তাড়া করার সময় গুলি চালায় সেনারা।


ওই ঘটনার পর এক বিবৃতিতে ইসরাইলের সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেছে। ফিলিস্তিনি সাংবাদিক বিলাল তামিমিও ওই ঘটনায় আহত হয়েছেন।


তিনি বলেছেন, ইসরাইলি সেনাবাহিনী নাবি সালেহের প্রবেশদ্বারে একটি গাড়িতে অতর্কিত হামলা চালানোর অপেক্ষায় ছিল এবং গাড়িটি কাছে আসার সঙ্গে সঙ্গে তারা গুলি চালায়। মোহাম্মেদ তামিমি নামের ওই শিশুটিকে বাঁচানোর অনেক চেষ্টা করা হয়।


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, গুলিবিদ্ধ হওয়ার পরপরই ইসরাইলি সেনারা শিশুটিকে হেলিকপ্টারে করে সাফরা চিল্ড্রেনস হাসপাতালে নিয়ে যায়। কিন্তু মাথায় আঘাত পাওয়া শিশুটিকে বাঁচাতে ব্যর্থ হন চিকিৎসকরা।


শিশুটির বাবা হাইথাম তামিমি ফিলিস্তিনের হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ধারণা করা হচ্ছে, ছেলের মৃত্যুর আগে তিনি ইসরাইলে গিয়ে তাকে দেখে আসতে পেরেছেন। নাবি সালেহর বাইরে ইসরাইলের সেনাবাহিনীর একটি চেকপোস্ট রয়েছে।


একটি ভিডিও প্রকাশ হয়েছে, যেখানে দুই ব্যক্তিকে গুলি করতে দেখা যায়। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হালামিশ বসতিতে গোলাগুলির ঘটনাটি কয়েক মিনিট স্থায়ী ছিল।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com