
হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ওই হজ যাত্রীর নাম শাহানারা বেগম (৬৪)। এ নিয়ে দুইজন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন।
৩ জুন, শনিবার এ তথ্য জানান বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর জহিরুল ইসলাম।
জহিরুল ইসলাম বলেন, শাহানারা বেগমের বাড়ি ঢাকার ডেমরায়। পাসপোর্ট নম্বর ইজি ০৭৫৩০৭৯। এ নিয়ে এবার দুইজন হজযাত্রী মারা গেলেন। তবে নারী হজযাত্রীর মৃত্যুর ঘটনা এটিই প্রথম।
এর আগে ১ জুন মক্কায় মো. আবদুল ওয়াহিদ (৪৬) নামে এক বাংলাদেশি হজযাত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
ওয়াহিদের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়। তার পাসপোর্ট নম্বর এ০৪৬৬৪২২৭। খন্দকার ট্রাভেলসের মাধ্যমে হজ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন ওয়াহিদ।
এদিকে, শনিবার সকাল পর্যন্ত হজ পালন করতে সৌদি আরব গিয়েছেন ৪৭ হাজার ৩৭৪ বাংলাদেশি। এর মধ্যে সরকারিভাবে গিয়েছেন ৮ হাজার ৬৭৫ জন ও বেসরকারিভাবে গিয়েছেন ৩৮ হাজার ৬৯৯ জন।
চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিবার্তা/লিমন/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]