ঈদের চাঁদ কখন উঠবে ১৭ দিন আগেই জানালেন জ্যোতির্বিদরা
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩, ১৫:৩৪
ঈদের চাঁদ কখন উঠবে ১৭ দিন আগেই জানালেন জ্যোতির্বিদরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রোজা ও ঈদের চাঁদ দেখার জন্য আগে ভরসা ছিল শুধুই খালি চোখ। এরপর টেলিস্কোপসহ অন্যান্য ভালো প্রযুক্তি আসার পর চাঁদ দেখার বিষয়টি সহজ হয়ে যায়। প্রযুক্তি আরও উন্নতি হওয়ার পর জ্যোতির্বিদরা বলতে পারতেন এদিন রোজা বা ঈদের চাঁদ উঠতে পারে।


তবে প্রযুক্তি উন্নতি হতে হতে এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, ১৭ দিন আগেই মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা জানিয়ে দিয়েছেন ২০২৩ সালের পবিত্র ঈদুল ফিতরের চাঁদ কবে উঠবে।


শুধু দিন নয়; কখন, কোন সময়ের কত মিনিটে চাঁদ উঠবে সেটিও জানিয়েছেন তারা।


৪ এপ্রিল, মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।


আল আরাবিয়ার জানিয়েছে, আমিরাত এস্ট্রোনমি সোসাইটির বোর্ড অব ডাইরেক্টর ইব্রাহিম আল-জারওয়ান চাঁদ উঠার ব্যাপারে বলেছেন, ‘রমজান মাসের পূর্ণ চাঁদ দেখা যাবে ২০ এপ্রিল, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৬ মিনিটে।


অপরদিকে, শাওয়াল মাস অর্থাৎ ঈদের চাঁদের জন্ম হবে ওই একই দিন ২০ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ৮টা ১৩ মিনিটে। ওইদিন সূর্য অস্ত যাওয়ার ২২ মিনিট পর্যন্ত চাঁদটি দেখা যাবে।


মানে তার হিসাব অনুযায়ী, আগামী ২১ এপ্রিল আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
যদি আরব আমিরাত সরকার ওইদিন চাঁদ উঠার বিষয়টি নিশ্চিত করে ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয়, তাহলে দেশটির বাসিন্দারা চারদিনের ছুটি পাবেন।


বিবার্তা/মোবারক/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com