ন্যাটোর ৩১তম সদস্য হতে যাচ্ছে ফিনল্যান্ড
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩, ২০:৩৭
ন্যাটোর ৩১তম সদস্য হতে যাচ্ছে ফিনল্যান্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

অবশেষে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ৩১তম সদস্য হিসেবে যোগ দিতে যাচ্ছে ফিনল্যান্ড। ৪ এপ্রিল, মঙ্গলবার দেশটি আনুষ্ঠানিকভাবে এ সামরিক জোটে যোগ দেবে। ৩ এপ্রিল, সোমবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ ব্রাসেলসে সাংবাদিকদের বলেছেন, ‘আগামীকাল (৪ এপ্রিল, মঙ্গলবার) আমরা ফিনল্যান্ডকে ৩১তম সদস্য হিসেবে স্বাগত জানাব।’


গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর গত মে মাসে ফিনল্যান্ড এবং প্রতিবেশী সুইডেন আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দেয়ার আবেদন করে।তবে ন্যাটোতে যোগ দেয়ার আবেদনের পর তুরস্ক ও হাঙ্গেরির বিরোধিতায় এ প্রক্রিয়া আটকে যায়। ন্যাটো জোটে নতুন কোনো দেশকে সদস্য হিসেবে নিতে হলে জোটের ৩০টি সদস্য দেশকে একমত হতে হবে। প্রতিটি সদস্য দেশের অনুমোদন প্রয়োজন হবে।


তবে গত ৩০ মার্চ, বৃহস্পতিবার তুরস্কের পার্লামেন্টে বিষয়টির অনুমোদন দেয়া হয়। এ অনুমোদনের ফলে ইউক্রেনে যুদ্ধের মধ্যেই রাশিয়ার নিকটতম প্রতিবেশী দেশের ন্যাটো সদস্যপদ পেতে পথের বাধা উঠে গেল। বৃহস্পতিবার তুরস্কের পার্লামেন্টে উপস্থিত আইনপ্রণেতাদের মধ্যে ২৭৬ জন ফিনল্যান্ডের সদস্যপদ পাওয়ার প্রস্তাবের পক্ষে ভোট দেন। এর মাত্র একদিন আগে, ন্যাটোর সদস্য দেশ হাঙ্গেরির পার্লামেন্টেও ফিনল্যান্ডের ন্যাটোর সদস্য হওয়ার বিষয়টির প্রস্তাব পাস হয়।


বিবার্তা/মোবারক/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com