
পবিত্র রমজান মাসেও সিরিয়াতে ভয়াবহ বিমান হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এ হামলায় ১১ ব্যক্তি নিহত হয়েছেন। সিরিয়ায় (অবৈধভাবে) অবস্থান করা মার্কিন সেনাদের ওপর একটি হামলার জবাবে ওই বিমান হামলা করা হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৪ মার্চ) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আল-জাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পূর্ব সিরিয়ায় একাধিক বিমান হামলা চালিয়েছে। ইরানের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এ হামলা হয়। এ গোষ্ঠীগুলোকে মার্কিন সেনাদের ওপর ড্রোন হামলার জন্য দায়ী করা হচ্ছে।'
ওই ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের এক ঠিকাদার নিহত হন এবং অন্যজন আহত হন। এছাড়া আরও পাঁচ মার্কিন সেনা আহত হয়েছেন।
এরপর উত্তর-পূর্ব সিরিয়ার হাসাকেহের কাছে মার্কিন নেতৃত্বাধীন জোটের ঘাঁটিতে একটি মনুষ্যবিহীন বিমান হামলার প্রতিশোধ হিসেবে রাত ১টা ৩৮ মিনিটে বিমান হামলা করে যুক্তরাষ্ট্র। এ সময় ১১ জন ইরানপন্থী যোদ্ধা নিহত হয়। বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন এমন তথ্য দিয়েছে।
এ বিষয়ে অস্টিন বলেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে প্রতিশোধমূলক হামলার অনুমোদন দিয়েছেন।
বিবার্তা/রিয়াদ/এনএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]