আফগানিস্তানের বলাখে বোমা হামলায় তালেবানের গভর্নর নিহত
প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ১৫:৫৮
আফগানিস্তানের বলাখে বোমা হামলায় তালেবানের গভর্নর নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আফগানিস্তানের বালখ প্রদেশে শনিবার ভয়াবহ বোমা হামলা হয়েছে। আইএসের হামলায় এক প্রাদেশিক গভর্নর নিহতের একদিন পর এই হামলার ঘটনা ঘটছে। প্রদেশের পুলিশের মুখপাত্র মো. আসিফ ওয়াজিরি বলেন, এখনো হতাহতের সংখ্যা জানা যায়নি। খবর আরব নিউজের।


মো. ফারদিন নওরোজি নামে এক গণমাধ্যমকর্মী জানিয়েছেন, বোমা হামলায় বেশ কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন। তবে বিস্তারিত কোনো তথ্য দিতে পারেননি। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের তালেবান গভর্নর মোহাম্মদ দাউদ মুজাম্মিল বৃহস্পতিবার তার কার্যালয়েই বিস্ফোরণে নিহত হয়েছেন।


২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর গভর্নর মোহাম্মদ দাউদ মুজাম্মিলই সবচেয়ে ঊর্ধ্বতন তালেবান কর্মকর্তা, যিনি বিস্ফোরণে নিহত হলেন। তালেবান শাসনামলে আফগানিস্তানে সহিংসতা অনেক কমে এলেও বিশিষ্ট তালেবান কর্মকর্তা ও অন্যদের ওপর জঙ্গি হামলা বেড়ে গেছে।


বিবার্তা/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com