এবার আসামে ভূমিকম্প অনুভূত
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪৭
এবার আসামে ভূমিকম্প অনুভূত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আসামের নওগাঁয় চার মাত্রার মৃদৃ ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলের দিকে সেখানে ভূমিকম্পটি আঘাত হানে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এ তথ্য নিশ্চত করেছে। খবর এনডিটিভির।


এনসিএস জানায়, ভারতীয় সময় বিকেল চারটা ১৮ মিনিটের দিকে আসামের ওই এলাকায় ভূমিকম্প হয়।


এক টুইট বার্তায় সংস্থাটি জানায়, রবিবার ভারতীয় সময় চারটা ১৮ মিনিটে আসামের নওগাঁয় চার মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এ সময় এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।


তাছাড়া চলতি মাসের শুরুর দিকে মনিপুরের উখরুল এলাকায় একই মাত্রার ভূমিকম্প আঘাত হানে।


সাত দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্পে সিরিয়া ও তুরস্ক যখন বিধ্বস্ত তখন ভারত থেকে এ ধরনের খবর পাওয়া গেলো। সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্ক-সিরিয়ায় সাত দশমিক আট মাত্রার ওই বিধ্বংসী ভূমিকম্প আঘাত হনে।


তুরস্ক ও সিরিয়ার সীমান্ত অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের ছয়দিনের মাথায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজারের কাছাকাছি। বিভিন্ন দেশ থেকে উদ্ধার কাজে যোগ দিয়েছেন কয়েক হাজার সদস্য। এখনো প্রাণপণ উদ্ধারকাজ চালাচ্ছেন তারা।


বিবার্তা/এমএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com