ইসলামি বিপ্লবের বার্ষিকীতে ইরানে হাজারো বন্দির সাজা মওকুফ
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৭
ইসলামি বিপ্লবের বার্ষিকীতে ইরানে হাজারো বন্দির সাজা মওকুফ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিরাপত্তা-সম্পর্কিত অভিযোগে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে গ্রেফতার হওয়াসহ হাজার হাজার বন্দির সাজা মওকুফ করেছেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের বার্ষিকীর সম্মানে এই ক্ষমা ঘোষণা করা হয়েছে।


৬ ফেব্রুয়ারি, সোমবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ইউএই-ভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া।


জানা যায়, সম্প্রতি ইরানের বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন মোহসেনি-এজাই বন্দিদের ক্ষমা ঘোষণা করতে সর্বোচ্চ নেতার কাছে প্রস্তাব পাঠান। আর তাতে সাড়া দেন সর্বোচ্চ নেতা। ক্ষমা পাওয়াদের মধ্যে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার বন্দি, সাধারণ আদালত, বিপ্লবী আদালত ও সশস্ত্র বাহিনীর আদালতে সাজা পাওয়া ব্যক্তিরা রয়েছেন।


তবে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া বলেছে, বিদেশি সংস্থার জন্য গুপ্তচরবৃত্তি, বিদেশি এজেন্টদের সাথে সরাসরি যোগাযোগ, ইচ্ছাকৃত খুন এবং আঘাত, রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস এবং অগ্নিসংযোগ করার অভিযোগের সম্মুখীন কাউকে ক্ষমা করা হবে না।


হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (HRANA) অনুসারে, সেপ্টেম্বর মাসে কুর্দি ইরানী তরুণী মাহসা আমিনির পুলিশ হেফাজতে মৃত্যুর কারণে সরকার বিরোধী বিক্ষোভে প্রায় ২০ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে।


বিবার্তা/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com