
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াপন্থি প্রভাব থেকে তার দেশকে পুরোপুরি মুক্ত করার সর্বশেষ পদক্ষেপ হিসেবে বেশ কয়েকজন প্রাক্তন প্রভাবশালী রাজনীতিবিদের নাগরিকত্ব বাতিল করেছেন।
৫ ফেব্রুয়ারি, রবিবার বার্তাসংস্থা টিআরটি ওয়ার্ল্ডের বরাতে এই তথ্য জানা যায়।
নতুন এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, আজ আমি একটি প্রাসঙ্গিক নথিতে স্বাক্ষর করেছি, যাতে আক্রমণকারীর পক্ষ থেকে আমাদের রাষ্ট্রকে রক্ষা এবং পুরোপুরি মুক্ত করার জন্য আরেকটি পদক্ষেপ নেওয়া যায়।
ইউক্রেনের রাষ্ট্রীয় মিডিয়া জানায়, তালিকায় দেশটির সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের ঘনিষ্ঠ কয়েকজন শীর্ষ রাজনীতিবিদ রয়েছেন। এই তালিকায় প্রাক্তন শিক্ষা ও বিজ্ঞান মন্ত্রী দিমিত্রো তাবাচনিক, প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী ও ইয়ানুকোভিচের প্রশাসনের প্রধান আন্দ্রিয়ে ক্লুয়েভ এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ভিটালি জাখারচেঙ্কো রয়েছেন।
উল্লেখ্য, ভিক্টর ইয়ানুকোভিচ ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত (অপসারিত হওয়া পর্যন্ত) ইউক্রেনের রাশিয়াপন্থি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
বিবার্তা/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]