
সন্তান আসছে শোনার পর থেকেই মনে মনে তার নাম বাছাই করা শুরু করেন বেশির ভাগ দম্পতি। ছেলে বা মেয়ে হোক, নাম হতে হবে অভিনব ও আলাদা বিশেষত্ব, এমনটাই আশা সকলেরই। এবার সন্তানের তেমনই এক অভিনব নাম রাখলেন পাকিস্তানের গায়ক ওমর এশা। এতদিন গানের জন্য পরিচিতি থাকলেও, এবার সন্তানের অভিনব নাম রাখায় সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছেন তিনি।
ওমার পাকিস্তানের নাগরিক হলেও, তার স্ত্রী বাংলাদেশের নাগরিক। এই দম্পতি তাদের প্রথম সন্তানের নাম রেখেছেন ‘ইন্ডিয়া’। শিশুটির আসল নাম ইব্রাহিম, কিন্তু ‘ইন্ডিয়া’ নামেই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় করিয়েছেন ওমর।
এ প্রসঙ্গে ওমার বলেন, ‘জন্মের পর থেকে আর পাঁচজন অভিভাবকের মতো ছেলেকে আমাদের দু’জনের মাঝে শোয়ানোর অভ্যাস করিয়েছিলেন স্ত্রী। সেই থেকে আমাদের মাঝে প্রাচীরের মতো রয়ে গেছে সে। নিজের ঘর থাকার পরেও সে আমাদের মাঝে এভাবে বিভেদ সৃষ্টি করে চলেছে। তাই পাকিস্তান এবং বাংলাদেশ, এই দুই দেশের মাঝখানে ছেলে ‘ইন্ডিয়া’র অবস্থান রীতিমতো সমস্যা তৈরি করছে।’
শুধু তা-ই নয়, নতুন অভিভাবকদের উদ্দেশে ওমার বলেন, ‘আমাদের মতো ঐতিহাসিক ভুল যারা করে ফেলেছেন, তাদের প্রতি আমার সমবেদনা। ভবিষ্যতে এমন ভুল করার আগে দু’বার ভাববেন।’
ওমারের রসবোধ সামাজিকমাধ্যমে ব্যবহারকারীদের বেশ মনে ধরেছে। নিমেষে ছড়িয়ে পড়েছে তার এই পোস্ট।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]