পাকিস্তানে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩, ০৯:০০
পাকিস্তানে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানে রেকর্ড পরিমাণ সোনার দাম বেড়েছে স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি নিশ্চিত করেছেন। বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।


মঙ্গলবার (২৪ জানুয়ারি) দেশটির বাজারে সোনার দাম বেড়েছে ১ হাজার ১৫০ পাকিস্তানি রুপি। প্রতি তোলা বিক্রি হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৩০০ রুপিতে। পাকিস্তানের ইতিহাসে যা সর্বকালের সর্বোচ্চ।


অন্যদিকে, প্রতি ১০ গ্রাম সোনার দর বৃদ্ধি পেয়েছে ৯৮৬ পাকিস্তানি রুপি। স্থানীয় মার্কেটে তা বিকিয়েছে ১ লাখ ৬২ হাজার ২৯৪ রুপিতে। দেশটির ইতিহাসে যা সবচেয়ে বেশি।


মূলত আন্তর্জাতিক বাজারে সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় পাকিস্তানে মূল্যবান ধাতুটির দাম ব্যাপক চড়া হয়েছে। বিশ্ববাজারে ইন্টারন্যাশনাল বেঞ্চমার্ক প্রতি আউন্স সোনার দর স্থির হয়েছে ১৯৩৮ ডলারে।


তবে একইদিনে পাকিস্তানে রুপার মূল্য কিছুটা নিম্নমুখী হয়েছে। উজ্জ্বল ধাতুটির প্রতি তোলার দাম নিষ্পত্তি হয়েছে ২১০০ রুপিতে। অপরদিকে, প্রতি ১০ গ্রাম রুপার দর স্থির হয়েছে ১৮০০ দশমিক ৪১ রুপিতে।


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com