
দক্ষিণ এশিয়ার দেশ নেপালে রিখটার স্কেলে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার বেলা ২টা ২৮ মিনিটে দেশটি ভূমিকম্পে কেঁপে উঠেছে। নেপালে আঘাত হানা এই ভূমিকম্পে কেঁপেছে ভারতের রাজধানী নয়াদিল্লিও।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, মঙ্গলবার দুপুরের দিকে ৫ দশমিক ৮ মাত্রায় ভূমিকম্পে কেঁপেছে নেপাল। এর ফলে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে দিল্লি ও এর আশপাশের এলাকায়।
ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস) বলেছে, ‘আজ দুপুর ২টা ২৮ মিনিটে নেপালে রিখটার স্কেলে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।’
তবে এই ভূমিকম্পে দুই দেশে কোনও হতাহত হয়েছে কি-না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]