
গুলিবিদ্ধ ও আহত হওয়ার তিন সপ্তাহ পর পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান প্রথমবারের মতো জনসমক্ষে হাজির হয়েছেন। এসময় মৃত্যুকে ভয় না করে সাহস নিয়ে বেঁচে থাকার আহ্বান জানান সাবেক এই ক্রিকেট তারকা।
২৭ নভেম্বর, আল-জাজিরার বরাতে এমনটি জানা যায়। গতকাল রাওয়ালপিন্ডিতে এই সমাবেশের আয়োজন করা হয়। দেশটির জাতীয় পতাকা ও দলীয় প্রতীক নিয়ে সমাবেশে জড়ো হন লাখো ইমরান সমর্থক। এসময় ব্যানার-ফেস্টুন হাতে তাদের মাঝে বেশ উৎফুল্লতা ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। কেউ আবার ‘ইমরান টাইগারস’ লিখিত ফেস্টুন নিয়েও সমাবেশ হাজির হন।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকে ওয়াজিরাবাদে হামলার শিকার হন ইমরান খান। সেই সময় গুলিতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। সাবেক এই প্রধানমন্ত্রীর ডান পায়ে গুলি লাগে। ওই ঘটনায় বর্তমান সরকারের বেশ কয়েকজনের বিরুদ্ধে হামলার পরিকল্পনার জন্য অভিযুক্ত করা হয়। যদিও তারা অভিযোগটি প্রত্যাখ্যান করেছে এবং অভিযুক্তকে গ্রেফতার করে।
বিবার্তা/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]