
রাশিয়ার বড় ধরনের হামলার দ্বারপ্রান্তে আছে ইউক্রেন। রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে তাদের প্রয়োজন সাহায্য। হোক সেটি অস্ত্র সাহায্য বা অন্য যে কোনো কিছু। আল জাজিরা।
আর এমন দুঃসময়ে ইউক্রেনের পাশে এগিয়ে এসেছে ইউরোপের দেশ জার্মানি। বুধবার ইউক্রেনকে পাঁচ হাজার হেলমেট দিয়ে সহায়তা করার প্রস্তাব দিয়েছে দেশটি।
জার্মানি ইউক্রেনকে কোনো অস্ত্র সহায়তা দেবে না তা আগেই জানিয়েছে। কারণ জার্মানির শঙ্কা এতে করে রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধের পরিধি বাড়বে।
জার্মানির আইনমন্ত্রী ক্রিস্টিন লেম্ব্রেচ জানিয়েছেন অস্ত্র যেহেতু তারা দেবেন না তাই ইউক্রেনের পাশে যে জার্মানি আছে সেটি বোঝাতে হেলমেট দেয়ার প্রস্তাব দেয়া হয়েছে।
কিন্তু জার্মানির এই প্রস্তাবে বেশ হতাশ হয়েছে ইউক্রেন। দেশটির রাজধানী কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, তারা জার্মানির প্রস্তাবে বাকরুদ্ধ।
তিনি বলেন, জার্মানি বুঝতেই পারছে না আমরা আধুনিক অস্ত্রে সজ্জিত রাশিয়ার সঙ্গে লড়তে যাচ্ছি, যারা যে কোনো সময় ইউক্রেন আক্রমণ করবে।
তিনি আরো বলেন, জার্মানির পাঁচ হাজার হেলমেট পাঠানোর প্রস্তাব আমাদের সঙ্গে তামাশা করার। হেলেমেটের পর জার্মানি কি পাঠাবে? বালিশ!
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]