শিরোনাম
ব্রাজিলে গ্রিসের রাষ্ট্রদূতের মৃতদেহ উদ্ধার
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৬, ১৬:২৬
ব্রাজিলে গ্রিসের রাষ্ট্রদূতের মৃতদেহ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

নিখোঁজ হওয়ার তিনদিন পর গ্রিসের রাষ্ট্রদূত কাইরিয়াকস আমিরিদিসের মৃতদেহ খুঁজে পেয়েছে রিও ডি জেনেরিওর পুলিশ।


শুক্রবার বিবিসির খবরে বলা হয়, ব্রাজিলের রিওতে অবস্থিত কোপাকাবানা বিচে নববর্ষ উদযাপনের জন্য গিয়েছিলেন ৫৯ বছর বয়সী গ্রিসের এই রাষ্ট্রদূত। গত সোমবার রিওর শহরতলী এলাকায় তাকে সর্বশেষ দেখা যায়। সেই এলাকায় একটি পুড়ে যাওয়া গাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।


ব্রাজিলের পুলিশ জানায়, রিও শহরে প্রবেশের প্রধান রাস্তায় অবস্থিত একটি ফ্লাইওভারের নিচে গাড়ির মধ্যে তার লাশ পাওয়া যায়। তাকে অপহরণ করে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।


ব্রাজিলের রিও এলাকাটি অত্যন্ত অপরাধ প্রবণ এলাকা। শহরটিতে নববর্ষ ও খ্রিস্টমাসের সময় লাখো পর্যটকের ভিড় হয়ে থাকে। সূত্র : মনোজ


বিবার্তা/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com