শিরোনাম
বিশ্বব্যোপী করোনা থেকে সুস্থ ৩ কোটি ৪৯ লাখ
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২০, ০৯:৪৪
বিশ্বব্যোপী করোনা থেকে সুস্থ ৩ কোটি ৪৯ লাখ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বব্যোপী করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৪৯ লাখ ৮০ হাজার ৩৩১ জন। মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৯০ লাখ ১৬ হাজার ৯২১ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৩৯ হাজার ৩৮০ জনে।


আজ শুক্রবার (৬ নভেম্বর) পর্যন্ত এ তথ্য দিয়েছে করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।


পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৯৯ লাখ ১৯ হাজার ৫২২ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪০ হাজার ৯৫৩ জনের। দেশটিতে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৩ লাখ ৪০ হাজার ৪৭২ জন।


দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮৪ লাখ ১১ হাজারের বেশি মানুষ এবং মারা গেছেন ১ লাখ ২৫ হাজার ২৯ জন। চিকিৎসায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৭ লাখ ৬৪ হাজার ৭৬৩ জন।


তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত ৫৬ লাখ ১৪ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬১ হাজার ৭৭৯ জনের। দেশটিতে সংক্রমিতদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ লাখ ৬৪ হাজারের বেশি রোগী।


চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১৭ লাখ ১২ হাজার ৮৫৮ জন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৫০৯ জন। দেশটিতে এখন পর্যন্ত ১২ লাখ ৭৯ হাজার ১৬৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।


পঞ্চম স্থানে উঠে আসা ইউরোপের দেশ ফ্রান্সে করোনায় সংক্রমণের সংখ্যা ১৬ লাখ ১ হাজার ৩৬৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ হাজার ৩৭ জনের। সুস্থতার সংখ্যা ১ লাখ ২৪ হাজার ২৭৮।


বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ১৬ হাজার ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ২১ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৩৩ হাজার ৫৮৮ জন


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com