শিরোনাম
ইয়েমেনের নতুন সরকারের মন্ত্রীদের লক্ষ্য করে হামলা, নিহত ৫
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২০, ২২:১৯
ইয়েমেনের নতুন সরকারের মন্ত্রীদের লক্ষ্য করে হামলা, নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সৌদি আরবে শপথ নিয়ে দেশে ফিরেই হামলার শিকার হয়েছেন ইয়েমেনের নতুন মন্ত্রীসভার সদস্যরা। সম্প্রতি দেশটির পলাতক প্রেসিডেন্ট মানসুর হাদি নতুন মন্ত্রীসভা গঠন করেন। বুধবার (৩০ ডিসেম্বর) মন্ত্রীসভার সদস্যরা এডেন বিমানবন্দরে পৌঁছার সঙ্গে সঙ্গে ব্যাপক বিস্ফোরণ ও গোলাগুলি শুরু হয়। এতে পাঁচজন নিহত এবং আরো বিশজন আহত হয়েছেন। খবর আরব নিউজের।


রুশ সংবাদমাধ্যম স্পুটনিক জানিয়েছে, ইয়েমেনের নতুন সরকারের সদস্যদের বহনকারী একটি বিমান অবতরণের সময় এই বিস্ফোরণ ও গোলাগুলি হয়েছে। মর্টার শেলের হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। তবে সরকারের কোনো মন্ত্রী হতাহত হননি। বিস্ফোরণে অন্তত পাঁচ জন নিহত এবং আরো ২০ জন আহত হয়েছে।


বিস্ফোরণ ও গোলাগুলির পর প্রধানমন্ত্রী মঈন আব্দুলমালিকসহ মন্ত্রিসভার সদস্যদের নিরাপদে আডেন শহরে নিরাপদ স্থানে পৌঁছে দেয়া হয়।মন্ত্রীসভার সদস্য মুয়াম্মার আর রিয়ানি আজকের হামলার হুথি বিদ্রোহীদের দায়ী করেছেন।


তবে হুথি বিদ্রোহীদের নেতা মোহাম্মাদ আল বাখিতি বলেছেন, বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনার সঙ্গে হুথিদের কোনো সম্পর্ক নেই।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com