শিরোনাম
করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু, শনাক্ত ৮ কোটি ৩০ লাখ
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২০, ১০:৩৭
করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু, শনাক্ত ৮ কোটি ৩০ লাখ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ব্রিটেন, ফ্রান্স, ইতালি, স্পেন, সুইডেন, জাপান, কোরিয়াসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়েছে। আগের থেকে আরও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এ ভাইরাস। বিশেষজ্ঞদের ধারণা, বিশ্বজুড়ে আবারও ভয়ংকর হতে শুরু করেছে মহামারি করোনা।


গত ২৪ ঘণ্টায় ১৪ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে এ ভাইরাসে। নতুন করে শনাক্ত হয়েছে সাত লাখেরও বেশি রোগী। বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে মৃত মানুষের সংখ্যা ১৮ লাখ ছাড়িয়েছে।


করোনাভাইরাসের পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১০ নাগাদ বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৩০ লাখ ৬৩ হাজার ৩৩ জন। বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১৮ লাখ ১২ হাজার ১০৮ জন। গত ২৪ ঘণ্টা মৃত্যুবরণ করেছেন ১৪ হাজার ৭৪৮ জন।


ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৫ কোটি ৮৮ লাখ ৬৭ হাজার ১১ জন।


বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২ লাখ ২১ হাজার ৯৯১ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ৫০ হাজার ৭৭৮ জন। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন প্রায় ৪ হাজার মানুষ।


ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২ লাখ ৬৭ হাজার ২৮৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ জন।


ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৬ লাখ ১৯ হাজার ৯৭০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৯৩ হাজার ৯৪০ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন এক হাজার ২২৪ জন।


তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। দেশটিতে করোনায় সংক্রমণের সংখ্যা ৩১ লাখ ৩১ হাজার ৫৫০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৬ হাজার ৪২৬ জনের।


পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২৬ লাখ ৪৯৮ জন। এর মধ্যে মারা গেছে ৬৪ হাজার ৩৮১ জন।


করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।


স্বাস্থ্য অধিদফতরের গতকাল শুক্রবারের (২৫ ডিসেম্বর) তথ্য অনুযায়ী, বাংলাদেশে এখন পর্যন্ত ৫ লাখ ১২ হাজার ৪৯৬ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৭ হাজার ৫৩১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৬ হাজার ৭০ জন।


বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের ঘোষণা দেওয়া হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যুর তথ্য জানানো হয় ১৮ মার্চ।


গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।


চলতি বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।


করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


গত ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে।


১১ ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগের নামকরণ করে ‘কোভিড-১৯’। গত ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com