শিরোনাম
অধিক হারে বিদেশি শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা জাপানের
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২০, ১৯:৪৭
অধিক হারে বিদেশি শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা জাপানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাপানের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অধিক হারে বিদেশী শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা করছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। আন্তর্জাতিক মান অর্জন এবং আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্যই এমন পরিকল্পনা করা হচ্ছে বলে খবর প্রকাশ করেছে জাপান নিউজ।


তাদের প্রতিবেদনে বলা হয়, আগামী গ্রীষ্মে বিদেশি শিক্ষার্থীদের সিট বাড়ানোর জন্য জাপানের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নোটিশ পাঠাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি নির্ধারণের ক্ষেত্রে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আরো বেশি সিদ্ধান্ত নেয়ার সুযোগ দেয়ার কথা ভাবছে দেশটি। ফলে ২০ শতাংশ পর্যন্ত টিউশন ফি বাড়তে পারে বলে মতামত দেশটির বিশেষজ্ঞদের।


২০১৯ শিক্ষাবর্ষে জাপানের সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ হাজার ৭০ জন। যা মোট শিক্ষার্থী সংখ্যার ৩ শতাংশ। দেশটির বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এর চাইতে বেশি সংখ্যক বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করে।


জাপানের শিক্ষা মন্ত্রণালয় প্রত্যাশা করছে, নোটিশটি জারি হলে দেশটির সরকারি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী আসার সংখ্যা বাড়বে। তাদের প্রত্যাশা, এই সুযোগ বিশ্বের নানা দেশের মেধাবী শিক্ষার্থীদের আকৃষ্ট করবে। ফলে তাদের দেশে উন্নতমানের গবেষণা হবে ও উদ্ভাবন বৃদ্ধি পাবে। যা তাদের বিশ্ববিদ্যালয়গুলোর মান উন্নয়নে কাজ করবে ও দেশটির অর্থনীতি সমৃদ্ধ হবে।


জাপান সরকার ২০২৩ সালের মধ্যে দেশটির অন্তত ১০টি বিশ্ববিদ্যালয়কে পৃথিবীর সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নিয়ে আসার পরিকল্পনা করছে।


উল্লেখ্য, শিক্ষাঙ্গন ভিত্তিক ব্রিটিশ ম্যাগাজিন ‘টাইমস হাইয়ার এডুকেশন’এর প্রকাশিত র‌্যাকিং অনুযায়ী বিশ্বের সেরা ২০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় আছে জাপানের দুইটি বিশ্ববিদ্যালয়।


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com