শিরোনাম
সৌদি আরবের ওপর চটেছে ভারত-পাকিস্তান
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২০, ২০:২৩
সৌদি আরবের ওপর চটেছে ভারত-পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংক একটি নতুন নোট ছেপেছে, যার কারণে ভারত ও পাকিস্তান খুবই ক্ষুব্ধ হয়েছে। ওই নোটে ভারত ও পাকিস্তান থেকে কাশ্মীরকে সম্পূর্ণভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখানো হয়েছে।খবর ফার্স নিউজের।


শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-২০ শীর্ষ সম্মেলন এবার সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে। সৌদি আরবের সভাপতিত্বকে স্মরণীয় করে রাখতে দেশটির অর্থ বিভাগ এই নোট ছেপেছে এবং গত সপ্তাহে তা অবমুক্তও করা হয়েছে।


নতুন নোটের একদিকে আছে রাজা সালমানের ছবি এবং জি-২০ সম্মেলনের লোগো আর অন্যদিকে বিশ্ব মানচিত্র। এই মানচিত্রে কাশ্মীরকে সম্পূর্ণভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি গিলগিট-বালতিস্তান ও আযাদ কাশ্মীরকে পাকিস্তান থেকে আলাদা করে দেখানো হয়েছে।


এ বিষয়ে ভারত সরকারের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, সৌদি আরবের পক্ষ থেকে ছাপনো ব্যাংক নোট নিয়ে নয়াদিল্লি মারাত্মক উদ্বেগ প্রকাশ করেছে। এই উদ্বেগ জানানো হয়েছে ভারতে সৌদি দূতাবাস ও রিয়াদে ভারতীয় দূতাবাসের মাধ্যমে।


এদিকে, বিতর্কিত কাশ্মীর অঞ্চলকে পাকিস্তানের মানচিত্র থেকে মুছে দেয়ার জন্য ইসলামাবাদের কর্মকর্তা দেশটির জন্য বড় রকমের অবজ্ঞা হিসেবে দেখছেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com