শিরোনাম
বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ ৩ কোটি ১১ লাখ
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২০, ০৯:৫২
বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ ৩ কোটি ১১ লাখ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ১১ লাখ ৮৪ হাজার ৫৪৪ জন। সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ১৯ লাখ ৯২ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৪২ হাজার ৭৩১ জনে।


আজ শুক্রবার (২৩ অক্টোবর) এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ তথ্য জানিয়েছে করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।


করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৮৬ লাখ ৬১ হাজার ৬৫১ জন। মৃত্যু হয়েছে দুই লাখ ২৮ হাজার ৩৮১ জনের। দেশটিতে সংক্রমিতদের মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ৫৬ লাখ ৫৫ হাজার ৩০১ জন।


দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৭৭ লাখ ৫৯ হাজার ৬৪০ জন এবং মারা গেছে ১ লাখ ১৭ হাজার ৩৩৬ জন। এছাড়া দেশটিতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ লাখ ৪৬ হাজার ৩২৫ জন রোগী।


তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৩ লাখ ৩২ হাজার ৬০০ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৬২ জনের। আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ লাখ ৮৫ হাজার ২৯৭ জন।


চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১৪ লাখ ৬৩ হাজার ৩০৬ জন। এর মধ্যে মারা গেছেন ২৫ হাজার ২৪২ জন। সুস্থ হয়েছেন ১১ লাখ ৭ হাজার ৯৮৮ জন।


পঞ্চম স্থানে উঠে আসা ইউরোপের দেশ স্পেনে করোনায় সংক্রমণের সংখ্যা ১০ লাখ ৯০ হাজার ৫২১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৫২১ জনের।


১৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৩ লাখ ৯৪ হাজার ৮২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৭৪৭ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ১০ হাজার ৫৩২ জন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com