শিরোনাম
ভারতের ‘নির্ভয়’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ ব্যর্থ
প্রকাশ : ১২ অক্টোবর ২০২০, ২২:৪২
ভারতের ‘নির্ভয়’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ ব্যর্থ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। গন্তব্যে পৌঁছানোর আগেই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ বাতিল করেছে দেশটির ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)।


হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোমবার (১২ অক্টোবর) ওড়িশার উৎক্ষেপণ কেন্দ্র থেকে বঙ্গোপসাগরে নির্ভয় ক্ষেপণাস্ত্রটি ছাড়ার পর মাঝপথে অভিযান বাতিল করা হয়।


উৎক্ষেপন প্রকল্পের সঙ্গে জড়িত এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, সকাল সাড়ে ১০ টায় ক্ষেপণাস্ত্র কেন্দ্র থেকে ছাড়া হয় নির্ভয় ক্ষেপণাস্ত্র। কিন্তু মাঝপথে সমস্যা দেখা দেয়ায় ৮ মিনিট পরেই তা বাতিল করা হয়।


পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চীনা সেনাদের উপস্থিতি ও সামরিক সজ্জা বৃদ্ধির জেরে অত্যাধুনিক দ্রুতগতির নজরদারি ব্যবস্থা ও নতুন প্রযুক্তির সমরাস্ত্র সমাগমে জোর দিয়েছে ভারত। কয়েক মাসের মধ্যেই আরো একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হওয়ার কথা রয়েছে, যার পরে নির্ভয়কে সীমান্তে বহাল ভারতীয় সেনাবাহিনীর অস্ত্র সম্ভারে আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি করা হবে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com