শিরোনাম
আবারো ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের হুমকি তুরস্কের
প্রকাশ : ০৮ আগস্ট ২০২০, ১৬:৩৯
আবারো ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের হুমকি তুরস্কের
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পূর্ব ভূমধ্যসাগরে আবারো তেল এবং গ্যাস অনুসন্ধানের কাজ শুরু করার হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। শুক্রবার (৭ আগস্ট) ইস্তাম্বুলের আয়া সোফিয়া মসজিদে জুমার নামাজ আদায়ের পর এক বক্তৃতায় তিনি এ হুমকি দেন।খবর ইয়েনি শাফাকের।


এরদোগান বলেন, গ্রিস এবং মিশর পূর্ব ভূমধ্যসাগরে নিয়ে যে চুক্তি করেছে তা মূল্যহীন। এই চুক্তি সত্ত্বেও ওই এলাকায় তেল এবং গ্যাস অনুসন্ধানের কাজ আবার শুরু করবে তুরস্ক।


এরদোগান বলেন, মিশর এবং গ্রিস চুক্তি করেছে মূলত লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এবং তুর্কি সরকার মধ্যকার চুক্তি বানচাল করার লক্ষ্য নিয়ে। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের অনুরোধে তুরস্ক ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের কাজ আপাতত স্থগিত রেখেছিল কিন্তু এখন আবার শুরু করা হবে।


তিনি বলেন, আমি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলকে বলেছি আপনি যদি গ্রিস এবং অন্যদের ওপর বিশ্বাস রাখেন তাহলে রাখতে পারেন কিন্তু আমি তাদের ওপর বিশ্বাস রাখতে পারছি না। অতএব আমি নতুন করে ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের কাজ শুরু করব এবং সেটি খুব শিগগিরই।


প্রসঙ্গত, ৬ আগস্ট মিশর এবং গ্রিসের মধ্যে দ্বিপক্ষীয় একটি সামরিক চুক্তি সই হয়েছে। তুরস্ক বলছে, এই চুক্তির মাধ্যমে মূলত লিবিয়ার তেল এবং গ্যাস সম্পদের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মিশরের সঙ্গে গ্রিসের কোন সমুদ্র সীমা নেই তারপরও ওই চুক্তি করা হয়েছে যার কোনো আইনগত ভিত্তি নেই।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com