শিরোনাম
অবৈধদের দেশে ফিরতে আবারো সুযোগ দিলো মালয়েশিয়া
প্রকাশ : ০৬ আগস্ট ২০২০, ১৭:৩৭
অবৈধদের দেশে ফিরতে আবারো সুযোগ দিলো মালয়েশিয়া
মালয়েশিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ অভিবাসীদের দেশে ফেরার জন্য আবারো বিশেষ সুযোগের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। দেশটিতে অবৈধভাবে বসবাস করছেন এমন অভিবাসীদের নিজ নিজ দেশে ফিরে যেতে নতুন করে একটি প্যাকেজ ঘোষণা করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।


বুধবার (৫ আগস্ট) বিকেলে কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খাইরুল দাজায়মি দাউদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।


অভিবাসন মহাপরিচালক বলেন, মালয়েশিয়ায় যারা এক বছরের কম সময় অবৈধভাবে বসবাস করছেন তারা এক হাজার রিঙ্গিত, আর যারা এক বছরের বেশি সময় ধরে অবৈধভাবে বসবাস করছেন তাদের তিন হাজার রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ নিজ দেশে ফেরত যেতে পারবেন।


এক্ষেত্রে জরিমানা প্রদান করে বিশেষ পাস (স্পেশাল পাস) সংগ্রহ করতে হবে। তবে পাস নেয়ার সময় অবশ্যই উড়োজাহাজের কনফার্ম টিকিট দেখাতে হবে। এছাড়া কোভিড-১৯ সনদ নিয়ে মালয়েশিয়া ছাড়তে পারবেন তারা।


এদিকে, করোনা থাবায় যখন বিপর্যস্ত পুরো বিশ্ব তখন মালয়েশিয়ায় অবৈধদের দেশের ফেরার ঘোষণায় অনেকেই আশাহত হচ্ছেন অনেকে। বিষয়টি মালয়েশিয়ার নিজস্ব ব্যাপার হলেও অনেকেই বলছেন করোনার কারণে পরিবার চালাতে যেখানে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে তারমধ্যে পরিবারের উপার্জন ব্যক্তি শূন্যহাতে দেশে ফিরলে কিভাবে চলবে ভেবে কুলকিনারা পাচ্ছেন না।


সরেজমিন কয়েকজন বাংলাদেশীর সঙ্গে কথা হলে তারা বলেন, অবৈধদের দেশে ফেরত পাঠানোর বদলে যদি মালয়েশিয়া সরকার বৈধতার ঘোষণা দিতেন তাহলে শতকষ্ঠের মাঝেও পরিবারের মুখে হাসি ফোটানো সম্ভব হতো। এ জন্য সাধারণ প্রবাসীরা দুই দেশের সরকারের সুদৃষ্টি কামনা করছেন।


সম্প্রতি ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ফিকা) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে যেসব ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টগুলো খেলা হয় তার এক-তৃতীয়াংশের বেশি ক্রিকেটারের পারিশ্রমিক পেতে দেরি হয় কিংবা অনেকে একেবারেই পারিশ্রমিক পান না। ফিকার প্রকাশিত সেই ছয়টি টুর্নামেন্টগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নামও।


বিবার্তা/আরিফ/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com