শিরোনাম
বৈরুতে বিস্ফোরণ: হেল্পলাইন চালু করলো বাংলাদেশ দূতাবাস
প্রকাশ : ০৫ আগস্ট ২০২০, ১৫:৩৭
বৈরুতে বিস্ফোরণ: হেল্পলাইন চালু করলো বাংলাদেশ দূতাবাস
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সেখানে হেল্পলাইন চালু করেছে বাংলাদেশ দূতাবাস। হেল্পলাইনে বাংলাদেশীদের হতাহতের খবর জানাতে অনুরোধ করা হয়েছে।


বুধবার (৫ আগস্ট) দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়।


দূতাবাস জানায়, মঙ্গলবার আনুমানিক বিকেল ৬টার দিকে লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে শক্তিশালী দুটি বিস্ফোরণ ঘটে। এ বিস্ফোরণে দুজন বাংলাদেশীর মৃত্যুর খবর হাসপাতাল সূত্রে নিশ্চিত হওয়া গেছে। যদি আরো কোন বাংলাদেশীর হতাহতের খবর পাওয়া যায় তবে তা দূতাবাসের হেল্পলাইন নম্বর: +৯৬১-৮১ ৭৪৪ ২০৭ তে জানানোর জন্য অনুরোধ করা হয়।


মঙ্গলবার (৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় মারাত্মক বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বৈরুত। এ ঘটনায় প্রায় শতাধিক নিহত এবং ৪ হাজার লোক আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com