শিরোনাম
চীনের দক্ষিণ-পূর্ব উপকূলে মার্কিন গোয়েন্দা বিমান
প্রকাশ : ১৪ জুলাই ২০২০, ১৬:৫৭
চীনের দক্ষিণ-পূর্ব উপকূলে মার্কিন গোয়েন্দা বিমান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

চীনের বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তি করতে দেশটির দক্ষিণ-পূর্ব উপকূলে গোয়েন্দা বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।


চীনের দক্ষিণ-পূর্বের গুয়াংডং প্রদেশের উপকূলের আকাশে গোয়েন্দা বিমানটি দেখা গেছে। গুয়াংডং প্রদেশের উপকূলে মার্কিন গোয়েন্দা বিমান উড়ার ঘটনা একেবারেই বিরল।


এমন সময় চীনের উপকূলে মার্কিন গোয়েন্দা বিমানের উপস্থিতি লক্ষ্য করা গেছে যখন তাইওয়ানে বিশাল সামরিক মহড়া চলছে। এই মহড়ায় মার্কিন অস্ত্রসহ উন্নত সামরিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। চীন সাধারণত এ ধরণের মহড়াকে উসকানিমূলক তৎপরতা হিসেবে গণ্য করে থাকে।


চীন তাইওয়ানকে এখনও নিজ ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। এরপরও তাইওয়ানকে নানাভাবে সামরিক সহযোগিতা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।


চীন বারবারই বলেছে, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির অর্থ হচ্ছে চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করা। বেইজিং ‘একচীন নীতি’ মেনে চলতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়ে আসছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com