শিরোনাম
করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে
প্রকাশ : ২৮ জুন ২০২০, ১৯:০৯
করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। রবিবার (২৮ জুন) দুপুর পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১ হাজার ৬৪৪ জনে। আক্রান্তের সংখ্যা ১ কোটি ১ লাখ ১ হাজার ৯৯৮ জন।সূত্র ওয়ার্ল্ডোমিটার।


আক্রান্ত ও মৃতের পরিসংখ্যানে সবচেয়ে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত ২৫ লাখ ৯৬ হাজার ৭৭০ জন এবং মারা গেছে ১ লাখ ২৮ হাজার ১৫২ জন।


আক্রান্ত ও মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। সেখানে আক্রান্ত ১৩ লাখ ১৫ হাজার ৯৪১ জন এবং মারা গেছে ৫৭ হাজার ১০৩ জন।


মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য। দেশটিতে মারা গেছে ৪৩ হাজার ৫১৪ জন। চতুর্থ অবস্থানে ইতালি। সেখানে মারা গেছে ৩৪ হাজার ৭১৬ জন।


আক্রান্তের তালিকায় তৃতীয় অবস্থানে রাশিয়া। সেখানে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬ লাখ ৩৪ হাজার ৪৩৭ জন। দেশটিতে মারা গেছে ৯ হাজার ৭৩ জন।


আক্রান্তের তালিকায় চতুর্থ অবস্থানে আছে ভারত। সেখানে আক্রান্ত ৫ লাখ ২৯ হাজার ৮৮৯ জন। মারা গেছে ১৬ হাজার ১১২ জন।


গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com