শিরোনাম
ম্যাটিসকে ‘পাগলা কুকুর’ বললেন ট্রাম্প
প্রকাশ : ০৫ জুন ২০২০, ১৬:৪৬
ম্যাটিসকে ‘পাগলা কুকুর’ বললেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসকে পাগলা কুকুর বলে সম্বোধন করেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


ট্রাম্প বলেন, ম্যাটিসের আগের ডাকনাম ছিল 'বিশৃঙ্খলা', আমি সেটি পাল্টে 'পাগলা কুকুর' রেখেছিলাম।ম্যাটিস বিশ্বের সেই জেনারেলদের একজন যাকে যোগ্যতার চেয়ে বেশি দাম দেয়া হয়েছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও আমার মধ্যে একমাত্র মিল হলো আমরা দুজনেই ম্যাটিসকে বরখাস্ত করেছি।


ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেয়ার পর থেকে মুখ বন্ধই রেখেছিলেন জিম ম্যাটিস। অনেক চেষ্টা করেও মার্কিন সংবাদমাধ্যমগুলো তার মুখ খোলাতে পারেনি।


তিনি বার বার বলেছেন, তার যা বলার ছিল পদত্যাগপত্রে তা বলেছেন। কিন্তু গত ২৫ মের পর থেকে শুরু হওয়া বর্ণবাদবিরোধী আন্দোলন দমনে ট্রাম্পের বিতর্কিত আচরণে চুপ থাকতে পারেননি ম্যাটিস।


৬৯ বছর বয়সী সাবেক এ জেনারেল বলেন, তার জীবনে ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি আমেরিকানদের মধ্যে একতা প্রতিষ্ঠার চেষ্টা করছেন না, করার ভানও করছেন না। তিনি বরং বিভাজন সৃষ্টির চেষ্টা করছেন। ম্যাটিসের এমন মন্তব্যের পর ট্রাম্প তাকে 'পাগলা কুকুর' বলে সম্বোধন করেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com