শিরোনাম
বিশ্বে মৃত্যু ৪ লাখের কাছাকাছি, আক্রান্ত সাড়ে ৬৫ লাখ
প্রকাশ : ০৪ জুন ২০২০, ১৬:১৭
বিশ্বে মৃত্যু ৪ লাখের কাছাকাছি, আক্রান্ত সাড়ে ৬৫ লাখ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বে এখন পর্যন্ত ৬৫ লাখ ৬৭ হাজার ৫৯২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর মারা গেছেন ৩ লাখ ৮৭ হাজার ৯৩৩ জন।


এছাড়া আক্রান্তদের মধ্যে ৩১ লাখ ৬৯ হাজার ৩৪ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। করোনাভাইরাসের পরিসংখ্যান প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।


বর্তমানে ৩০ লাখ ১০ হাজার ৬২৫ জন করোনা রোগীর মধ্যে ২৯ লাখ ৫৬ হাজার ৪২৫ জনের অবস্থা স্থিতিশীল। এছাড়া ৫৪ হাজার ২০০ জনের অবস্থা গুরুতর।


করোনায় সবচেয়ে টালমাটাল যুক্তরাষ্ট্রে শনাক্তের সংখ্যা ১৯ লাখ ১ হাজার ৭৮৩ জন। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৯ হাজার ১৪২ জন। এছাড়া সেখানে সুস্থ হয়েছেন ৬ লাখ ৮৮ হাজার ৬৭০ জন।


শনাক্তকৃত রোগীর সংখ্যা বিবেচনায় সাত নম্বরে থাকা প্রতিবেশী দেশ ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৬ হাজার ৮২৪ জন। দেশটিতে মারা গেছেন ৬ হাজার ৮৮ জন।


তালিকার ২১ নম্বরে অবস্থান করা বাংলাদেশে এখন পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা ৫৫ হাজার ১৪০ জন এবং মারা গেছেন ৭৪৬ জন।


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com