শিরোনাম
যুক্তরাষ্ট্রে কারফিউ জারি
প্রকাশ : ৩১ মে ২০২০, ১৯:২৮
যুক্তরাষ্ট্রে কারফিউ জারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রে মিনোপলি সিটিতে পুলশি নির্যাতনে খুন হওয়া কৃষাঙ্গ জর্জ ফ্লয়ড হত্যাকাণ্ডের জেড়ে চলমান বিক্ষোভ দাঙ্গায় রূপ নিয়েছে। ইতিমধ্যে দেশটির ৭৫টি বড় সিটিতে এ আন্দোলন ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ক্ষীপ্রতা প্রশমনে প্রায় ২৪টি বড় শহরে কারফিউ জারি করেছেন স্থানীয় প্রশাসন।


দ্বিতীয় দিনের মতো ঘেরাও করা হয়েছে হোয়াইট হাউজ, আগুন দেয়া হয়েছে পুলিশের গাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়া হয়েছে, চলছে ব্যাপক ভিত্তিক লুটতরাজ।


পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ নিকট অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে বলে দাবী করছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো। বিক্ষোভকারীদের দমাতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ।


১৯৬৮ সালে মার্টিন লুথার কিং জুনিয়র হত্যাকাণ্ডের পর দেশ জুড়ে যে বিক্ষোভ দেখা দিয়েছিল এবারের এবিক্ষোভ তা ছাড়িয়ে যাবে বলে দাবী করছেন কেউ কেউ। কারণ ১৯৬৮ সালের পর একই সাথে এতগুলো শহওে কারফিউ জারির ঘটনা এই প্রথম। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন, করোনায় লাখ মানুষের মৃত্যু, বেকারত্ব এসব কিছু এ দাঙ্গার পেছনে কাজ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্জ ফ্রয়ড হত্যাকাণ্ডের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। কিন্তু কোনো ধরণের সহিংসতা বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।


এদিকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমরা পুরো জাতি বেদনায় আক্রান্ত, তবে আমাদের এ বেদনা যেনো আমাদের গ্রাস করতে না পারে। তিনি আরো বলেন, আমরা বিক্ষুব্ধ জাতি, কিন্তু আমরা আমাদের ক্রোধকে গ্রাস করতে দিতে পারি না। তবে দেশ জুড়ে চলা জাতিগত নিপীড়নের জন্য তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে দায়ী করেন।


ফ্লয়ড হত্যাকণ্ডের ঘটনা কালো বর্ণেও মানুষের বিরুদ্ধে পুলিশের ধারবাহিক হত্যাকাণ্ডের অংশ হিসেবে মনে করছে বিক্ষোভকারীরা। ফার্গিউসনে মাইকেল ব্রাউন, নিউ ইয়র্কে এরিক গার্নার হত্যাকাণ্ডের ধারাবাহিকতা ফ্লয়ড হত্যার স্বীকার হয়েছেন বলে মনে করে বিক্ষোভকারীরা।


বিবার্তা আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com