শিরোনাম
লিবিয়ায় ২৬ বাংলাদেশীকে হত্যা
প্রকাশ : ২৯ মে ২০২০, ০৮:৩৫
লিবিয়ায় ২৬ বাংলাদেশীকে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

লিবিয়ায় স্থানীয় এক মানবপাচারকারীর পরিবারের সদস্যরা ২৬ বাংলাদেশীকে গুলি করে হত্যা করেছে। এছাড়া আহত হয়েছেন আরো ১২ জন।


বৃহস্পতিবার (২৮ মে) দেশটির মিজদা শহরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। বিষয়টি নিশ্চিত করেছে লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস।


দেশটির ইংরেজি সংবাদমাধ্যম ‘দ্য লিবিয়া অবজারভার’ নিজেদের ফেসবুক পেজে জানায়, নিহত বাংলাদেশীরা মিজদা শহরে নিহত ওই মানবপাচারকারীর জিম্মি ছিলেন।


দেশটির জাতিসংঘ সমর্থিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, এর আগে গত মঙ্গলবার (২৬ মে) রাতে কোনোভাবে ওই পাচারকারী জিম্মি অভিবাসীদের হাতে খুন হন। ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে তার সহযোগী ও আত্মীয়স্বজনরা জিম্মি অভিবাসীদের ক্যাম্পে নির্বিচারে গুলি চালালে ঘটনাস্থলেই ২৬ বাংলাদেশীসহ মোট ৩০ জন মারা যান।


এ ঘটনায় আরো ১১ বাংলাদেশী মারাত্মকভাবে আহত। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিবিয়া প্রবাসী কল্যাণ ফোরামের ফেসবুক পেজেও এ খবর জানানো হয়েছে।


বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এ ঘটনায় মোট ৩০ জন নিহত হয়েছে। লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে ২৬ বাংলাদেশী ও চারজন আফ্রিকান অভিবাসী। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com