
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
শুক্রবার (২২ মে) প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে বলা হয়, এ সপ্তাহে প্রধানমন্ত্রীর সঙ্গে সভায় অংশ নেয়া একজনের করোনা শনাক্ত হয়। মূলত এরপরই তার কোয়ারেন্টিনে যাওয়ার ঘোষণা আসে।
বিবৃতিতে বলা হয়, ইতোমধ্যেই প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের করোনা পরীক্ষা করা হয়েছে। তবে তার দেহে এ ভাইরাসের উপস্থিতির কোনও প্রমাণ মেলেনি।
তারপরও সেদিনের সভায় উপস্থিত সবাইকে ১৪ দিনের জন্য কোয়ারিন্টেনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]