শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধ ক্ষমতা কমানোর প্রস্তাবে ভেটো দিলেন ট্রাম্প
প্রকাশ : ০৭ মে ২০২০, ১০:৫৬
ইরানের বিরুদ্ধে যুদ্ধ ক্ষমতা কমানোর প্রস্তাবে ভেটো দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যুদ্ধ চাপিয়ে দেয়ার ক্ষমতা খর্ব করবে- গত বুধবার এমন একটি প্রস্তাবে ভেটো দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।


এ নিয়ে এক বিবৃতিতে তিনি বলেন, ‘এটি খুবই অপমানজনক একটি প্রস্তাব। ডেমোক্রেটরা এটি এনেছে রিপাবলিকানদের বিভক্ত করে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে জয়ী হওয়ার জন্য।’


ট্রাম্প উল্লেখ করেন, এ প্রস্তাবটি যুক্তরাষ্ট্রকে রক্ষা, তার মিত্র ও অংশীদারদের রক্ষার ক্ষেত্রে প্রেসিডেন্টের সক্ষমতা কমিয়ে দেবে। তাই কংগ্রেসের উচিত হবে না এ প্রস্তাব পাস করা। প্রস্তাব অনুযায়ী ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারবেন না।


যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানায়, বৃহস্প্রতিবার ট্রাম্পের এ ভেটো উতরিয়ে যেতে চাইবে সিনেট। কিন্তু প্রয়োজনীয় দুইতৃতীয়াংস সদস্যের সমর্থন হয়তো পাবে না।


এ নিয়ে ভিরজিনিয়ানের ডেমোক্রেটিক সিনেটর টিম কায়নে এক টুইট বার্তায় বলেন, ‘আমি আমার সহকর্মীদের অনুরোধ জানাব ট্রাম্পের ভেটো উতরে যেতে আমাদের পক্ষে ভোট দিন। আমাদের সৈন্যদের বিপদে ঠেলে দেয়ার আগে কংগ্রেস অবশ্যই আমাদের পক্ষে দাঁড়াবে।’


গত মার্চে ডেমোক্রেটদের দখলে থাকা সংসদের নিন্মকক্ষে প্রস্তাবটি ১৮৬ ভোটের বিপরীতে ২২৭ ভোটে পাস হয়। রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটেও এটি পাস করেছে ফেব্রুয়ারিতে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যখন নতুন করে যুদ্ধ উত্তেজনা শুরু হয়েছে তখন ট্রাম্পের পক্ষ থেকে এ ভেটো প্রস্তাব এল।


সূত্র: সিনহুয়া


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com