শিরোনাম
যুক্তরাষ্ট্রে ১০ লাখ ছাড়ালো আক্রান্ত, মৃত্যু ৫৭ হাজার
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২০, ১১:০৪
যুক্তরাষ্ট্রে ১০ লাখ ছাড়ালো আক্রান্ত, মৃত্যু ৫৭ হাজার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বের ২১১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে আক্রান্ত ১০ লাখ ছাড়িয়েছে। প্রাণহানি ৫৭ হাজার ছুঁই ছুঁই। ইউরোপে কিছুটা নিয়ন্ত্রণে আসলেও এখনো লাগামীহন বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর রাষ্ট্রটিতে।


বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের দেয়া তথ্যমতে, দেশটিতে গত দু’দিনে কিছুটা কমেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তারপরও গত ২৪ ঘণ্টায় সেখানে ২৩ হাজার ১৯৬ জন করোনার শিকার হয়েছেন। এতে করে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ১০ হাজার ৩৫৬ জনে পৌঁছেছে।


অপরদিকে, গত রবিবারের ন্যায় সোমবারও কমেছে মৃতের সংখ্যা। এদিন ১ হাজার ৩৮০ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৫৬ হাজার ৭৯৭ জনে ঠেকেছে। যদিও সুস্থ হয়েছেন প্রায় ১ লাখ ৩৯ হাজার মানুষ।


এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা নিউ ইয়র্ক রাজ্যে। সেখানে আক্রান্ত ৩ লাখ ছুঁই ছুঁই করছে। প্রাণ গেছে সাড়ে ২২ হাজারের বেশি মানুষের। এরপরই নিউ জার্সি। অঙ্গরাজ্যটিতে ১ লাখ ১১ হাজারের বেশি মানুষ করোনার শিকার হয়েছেন। মৃত্যু হয়েছে ৬ হাজার ৪৪ জনের।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com