শিরোনাম
ট্রাম্পের সিদ্ধান্ত দুঃখজনক: ডব্লিউএইচও
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২০, ১১:২৪
ট্রাম্পের সিদ্ধান্ত দুঃখজনক: ডব্লিউএইচও
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’কে ব্যর্থ আখ্যা দিয়ে আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, তার এ সিদ্ধান্ত অত্যান্ত দুঃখজনক বলে মন্তব্য করেছে সংস্থাটি।


সুইজারল্যান্ডের জেনেভায় স্থানীয় সময় বুধবার (১৫ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ডাব্লিউএইচও’র মহাপরিচালক তেদরোস আধানোম। খবর পার্সটুডের।


তিনি বলেন, তার সংস্থা এখন বাকি সদস্যদেশগুলোর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে আমেরিকার বন্ধ করে দেয়া আর্থিক ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করবে।


এর আগে ট্রাম্প মঙ্গলবার ঘোষণা করেন, বিশ্বের অন্য অনেক দেশের মতো তার দেশ ডব্লিউএইচও’কে যে নিয়মিত আর্থিক সাহায্য দিত। যা বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি, বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ব্যাপারে ডাব্লিউএইচও নিজের দায়িত্ব ঠিকমতো পালন করতে ব্যর্থ হয়েছে; কাজেই তাকে জবাবদিহীতার আওতায় আনতে হবে।


তবে ট্রাম্পের সমালোচকেরা বলছেন, আমেরিকায় ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়া করোনা মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট নিজের ব্যর্থতা ঢাকতে ডব্লিউএইচওকে বলির পাঠা বানাচ্ছেন।


এ সম্পর্কে ডাব্লিউএইচও’র মহাপরিচালক বলেন, যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার দীর্ঘদিনের অকৃত্রিম বন্ধু। আমরা আশা করি যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সম্পর্ক চলমান থাকবে।


এছাড়া, করোনাকে ভয়ংকর শক্র অভিহিত করে করোনা মোকাবিলায় বিশ্বকে এক হওয়ার আহ্বান জানান তিনি।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com