শিরোনাম
জার্মানিতে একদিনেই করোনায় আক্রান্ত ৪ হাজার, মৃত্যু ২৫৪
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২০, ১২:৫০
জার্মানিতে একদিনেই করোনায় আক্রান্ত ৪ হাজার, মৃত্যু ২৫৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৪ হাজারের বেশি। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৩ হাজার ২২৮ জনে। নতুন করে মৃত্যু হয়েছে ২৫৪ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ১৬ জন।


এদিকে, এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ হাজার ৮১ জন। তবে এখনো ৪ হাজার ৮৯৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


সোমবার (৬ এপ্রিল) দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৭৭ জন এবং মারা গেছেন ৯২ জন।


মঙ্গলবার (৭ এপ্রিল) নতুন করে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮৩৪ জন এবং মারা গেছে ১৭৩ জন।
বিশ্বজুড়ে ২০৯টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে।


অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ইতালিতে। করোনা ইউরোপের এই দেশটিকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। এদিকে, করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় ৫ম অবস্থানে রয়েছে জার্মানি।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com